আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি, সাহস থাকলে শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।
আজ রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মো.আসাদুজ্জামান আরোম্পভ্য বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসায় বিচারবিভাগ দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো। এখন সুপ্রিম কোর্টের ওপর দায়িত্ব বাড়লো। তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এখন। না হলে ইতিহাস বিচার করবে।