আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সেই ২০২১ সালের ৬ জানুয়ারি। মার্কিন গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ন্যাক্কারজনক দিন। বিশ্বব্যাপী গণতন্ত্রের ধারক ও বাহক খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রেই ঘটে নির্বাচনকেন্দ্রিক ভয়াবহ ওই সহিংসতা।
২০২১ সালের নির্বাচনের ফল না মেনে উগ্র ট্রাম্প সমর্থকরা সুপরিকল্পিতভাবে ভয়াবহ তাণ্ডব চালায় ক্যাপিটল হিলে। যাতে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়। উদ্দেশ্য- ভোটের ফলকে অস্বীকার করা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেই ঘটে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেক্কারজনক এ হামলার ঘটনা।
২০২১ সালের ক্যাপিটল হিলে ভয়াবহ দাঙার প্রায় ৪ বছর পার হতে চললেও শেষ হয়নি এ শঙ্কা। এবারের মার্কিন নির্বাচনী ফলাফল ঘিরে আবারও তৈরি হয়েছে সহিংসতার আভাস। নির্বাচনে হারলে ট্রাম্পের ফল মানা নিয়ে মার্কিনীদের মনে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। কেননা, মার্কিন গণতন্ত্রে অবিশ্বাসের বীজ বপন হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে। এরইমধ্যে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটে জালিয়াতি চেষ্টার অভিযোগ তুলেছেন রিপাবলিকান নেতা। হুমকি ধামকি দিয়েছেন তার সমর্থকরাও।
তাই এবার মার্কিন ভোটারদের ভিতরে প্রশ্ন উঠছে, নির্বাচনে আরেক দফায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প হারলে কী ঘটতে পারে? ২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার মতো ভয়াবহ কোন দাঙা?
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে সহজে পরাজয় মানবেন না ডোনাল্ড ট্রাম্প। তাই পুনরাবৃত্তি হতে পারে ভয়াবহ সেই ক্যাপিটল হিলের মতো সহিংসতার।
এদিকে ইউগভের জরিপ বলছে, এক-চতুর্থাংশের বেশি অংশগ্রহণকারী নাগরিক মনে করেন, ভোটের ফলকে কেন্দ্র করে গৃহযুদ্ধ দেখা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১২ শতাংশের দাবি, ট্রাম্প হারলে হাতে অস্ত্র তুলে নিতে পারেন অনেক অনুসারী। ওয়াশিংটন পোস্ট এবং স্কার স্কুলের জরিপ অনুযায়ী, ট্রাম্পের পরাজয়ে বড় ধরনের সহিংসতা বাধতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে।