আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসে ইসলামকে ‘মহান ধর্ম’ হিসেবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইসলামের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রস্তাব দেওয়া হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গিয়েছে।
দ্য ডনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস ম্যান আল গ্রিন এই প্রস্তাবটি রাখেন। প্রস্তাবটি সমর্থন করেন ইলহান ওমর, রাশিদা তালিব ও কংগ্রেস ম্যান আন্দ্রে কারসন। ইউরোপের একাধিক দেশে অথবা বিশ্বব্যাপি মুসলমানদের পবিত্র মহা ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননা এবং ইসলামকে উগ্রবাদী ধর্ম হিসেবে পরিচিত করানোর যে অপচেষ্টা চলছে তা থেকে ইসলামকে সহনশীল ও সুন্দর ধর্ম হিসেবে উপস্থাপন করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।