আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান, যিনি ধর্মীয় জীবনের জন্য চলচ্চিত্র জগত ত্যাগ করেছিলেন, তিনি সম্প্রতি আবারও সুখবর দিলেন। ২০২০ সালে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করার পর, ২০২৩ সালের জুলাই মাসে তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান। এবার দেড় বছরের মাথায় দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি।
সম্প্রতি সানা খান নিজেই এই খবরটি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। তিনি এক পোষ্টে তার বড় ছেলের (সৈয়দ তারিক জামিলের) নাম উল্লেখ করে লিখেছেন, সৈয়দ তারিক জামিল বড় ভাই হওয়ার জন্য খুবই উত্তেজিত।
সানা খান তার আরেকটি পোস্টে আরও লিখেছেন, “স্রষ্টা আমাদের আরও আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়ে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।
‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে (২০০৫সালে) সানা খানের বলিউড অভিষেক হয়েছিল। এরপরে তিনি ১৪টি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তবে ২০২০ সালে মুফতি আনাসকে বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে দেন। তিনি তখন জানিয়েছিলেন, বাকি জীবন তিনি ইসলামের পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন।
সানা খানের এই নতুন যাত্রার জন্য তার ভক্তরাও তাকে শুভকামনা জানিয়েছিলেন।