আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে স্বাগতিক উইন্ডিজ দলকে মাত্র ১৫২ রানে অলআউট করে বাংলাদেশ দলের বোলাররা।
উইন্ডিজের অ্যান্টিগায় অনুষ্ঠিত দু’দলের প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুটা হয়েছিল এক অন্যরকম চমক দিয়ে। টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ দলের ১ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থাকার পরও হঠাৎ ইনিংস ঘোষণা করেন। কন্ডিশনের সুবিধা নিতেই তিনি এ সিদ্ধান্ত নেন। তার সেই আশ্চর্যজনক সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগার গতি তারকা বোলার তাসকিন আহমেদ। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ইনিংসের লিড মিলিয়ে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান।
তবে বাংলাদেশ দলকে জিততে হলে বিশ্ব রেকর্ড গড়েই জিততে হবে। এমন সমীকরণের ম্যাচে আবারও চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবে বাংলাদেশ দল। মাঠ ও প্রতিপক্ষ পাল্টালেও বাংলাদেশ দলের পুরনো হাস্যকর রোগ আর পাল্টায়নি। টাইগার ব্যাটারদের চরম কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে আরেকটি টেস্ট হারের সামনে মেহেদী মিরাজরা।
বোলারদের কল্যাণে ৩৩৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয়ের সামনে বাংলাদেশ দল। বোলার হাসান মাহমুদের সঙ্গে ব্যাটিংয়ে রয়েছেন একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান জাকির আলী অনিক।