আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের লালদিঘী এলাকায় সংঘর্ষে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজে জানানো হয়, “আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করবো।” এ লক্ষ্যে দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ আয়োজনের কথা জানানো হয়।
চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ার পর মঙ্গলবার আদালত চত্বরে তার অনুসারীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তবে এই হত্যাকাণ্ডে কে বা কারা দায়ী, তা এখনও নিশ্চিত হয়নি।
এ হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “যে সংগঠন বা ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ছাত্র আন্দোলনটি জানিয়েছে, তারা উগ্রবাদী কার্যক্রম ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে এবং শোক সমাবেশে সারাদেশের জনগণকে সম্প্রীতির পক্ষে একত্রিত হওয়ার আহ্বান জানাবে।