আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর বাংলাদেশ শাখা বিতর্কিত পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কোনো কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশ শাখার দাবি, চিন্ময়কে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, ফলে তার কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
তবে, বাংলাদেশ শাখার এই অবস্থানের বিপরীতে ইসকনের কেন্দ্রীয় শাখা চিন্ময়ের পক্ষে সমর্থন জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম উইন এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্টে ইসকন.আইএনসি জানিয়েছে, “শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি আমরা সমর্থন জানাই এবং সব ভক্তের নিরাপত্তার জন্য ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।
এর আগে, ইসকনের বাংলাদেশ শাখা এক বিবৃতিতে জানিয়েছিল, চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করার কারণে তার পক্ষে কিছু বলার বা কোনো দায় নেওয়ার প্রশ্নই ওঠে না।
চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান।
মামলার প্রেক্ষিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একদল সন্ত্রাসীর হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।
চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ইসকনের কেন্দ্রীয় এবং বাংলাদেশ শাখার ভিন্ন অবস্থান স্পষ্ট হলেও এই বিতর্কিত পণ্ডিতকে ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।