
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের কলকাতার জেএন রায় হাসপাতাল।
কলকাতার ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের কোনো নাগরিককে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমাদের হাসপাতালে ভর্তি নেওয়া হবে না, অর্থাৎ আমরা বাংলাদেশী রোগীদের চিকিৎসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছি।
কলকাতার ওই হাসপাতালটির কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত ভারতের সংবাদ সংস্থা পিটিআই কে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলাদেশের নাগরিকদের ভারতবিরোধী আচরণের কারণেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এসময় তিনি আরও জানান, “কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গেও আলোচনা চলছে। তাদেরকেও বাংলাদেশি রোগীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বড় ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে। আমরা আশা করি, অন্যান্য হাসপাতালও বাংলাদেশী রোগীদের চিকিৎসা বন্ধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে।”
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের ও ইসরায়েলের পতাকার নকশা এঁকে সেটির ওপর হাঁটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এসব ভিডিও ও ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি সাবেক ইসকন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা এই সম্পর্ক আরও তিক্ত করেছে।
এ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দিয়েছে জেএন রায় হাসপাতাল।
এদিকে বাংলাদেশীদের প্রতি ভারতীয় সরকারের এমন কঠোর অবস্থানের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।