![](https://ourtimesnews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
স্পেশাল নিউজ করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আগামী ১ মাসের মধ্যে স্বৈরাচার খ্যাত সাবেক শেখ হাসিনা সরকারের ১৫ বছরের দুর্নীতির ফিরিস্তি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. দেবপ্রিয় বলেন, “আমাদের কাজ চোর ধরা নয়, বরং চুরির পুরো প্রক্রিয়ার বর্ণনা দেওয়া।” শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর সরাসরি আঙুল তোলা হয়নি, বরং দুর্নীতির কাঠামোগত দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ৯০ দিনের মধ্যে শ্বেতপত্র প্রস্তুত করার জন্য ১২ জন নামজাদা অর্থনীতিবিদকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই সময়ে কমিটি ১৮ বার নিজেদের মধ্যে সভা করেছে এবং নীতিনির্ধারকদের সঙ্গে ২২ বার বৈঠক করা হয়েছে।
ড. দেবপ্রিয় জানান, “প্রতিটি সদস্য বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। বিদেশি পরামর্শকদের দিয়ে এই কাজ করানো হলে কমপক্ষে তাদের পিছনে ২৫ কোটি টাকা খরচ হতো।”
তিনি আরও বলেন, “শ্বেতপত্রের পুরো প্রক্রিয়া জনমানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশ সরকারের একটি স্বীকৃত দলিল।”
শ্বেতপত্রে তুলে ধরা দুর্নীতির বিভিন্ন দিকের মধ্যে রয়েছে:
যেমন, রাজস্ব ফাঁকি ও আর্থিক ক্ষতি।
ব্যাংকিং খাতের লুটপাট।
সরকারি বিনিয়োগে অদক্ষতা।
খাদ্য সরবরাহ চেইনের ধ্বংস।
উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়।
শ্রম অভিবাসন খাতে অনিয়ম।
সামাজিক সুরক্ষা এবং পরিবেশ ব্যবস্থাপনায় ব্যর্থতা।
জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য বিকৃতি।
শ্বেতপত্রের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিক্রিয়া।
রোববার এই শ্বেতপত্র ড. মুহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক দলিল। গত ১৫ বছরে অর্থনৈতিক খাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলো নিয়ে কেউ কথা বলেনি। এই প্রতিবেদন সেসব বিষয় সামনে নিয়ে এসেছে।”
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ২৮ আগস্ট দেশের অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।
ড. দেবপ্রিয় জানান, আগামী মাসেই এই শ্বেতপত্র ছাপার অক্ষরে প্রকাশিত হবে এবং জনগণের সামনে ১৫ বছরের দুর্নীতির পুরো চিত্র উন্মোচিত হবে।