
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ’খলদার ইসরায়েলি বাহিনীর ব’র্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। পাশাপাশি, চলমান এই হামলায় আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন নিহত এবং ২০১ জন আহত হয়েছেন। ধ্বংসযজ্ঞের ভয়াবহতায় এখনও ১০ হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৮০ জন। আহত হয়েছেন এক লাখ ৫ হাজার ৭৩৯ জনেরও বেশি।
ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলেছে খাদ্য, ওষুধ ও জ্বালানির চরম সংকট।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। এ হামলার কারণে প্রায় ২০ লাখ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল গাজায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু