আন্তর্জাতিক করেসপন্ডেন্ট: হুসাইন আল আজাদ।
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে নিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী বিদ্রোহীরা। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছানোর খবরের পাওয়া মাত্রই দেশ ছেড়ে পালিয়েছে জা’লিম খু’নি শাসক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে জানা গিয়েছে যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেছেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিমানটিতে প্রেসিডেন্ট আসাদ ছিলেন। বিমানটি উড়াল দেওয়ার পরপরই বিমানবন্দর থেকে সরকারি সেনাদের প্রত্যাহার করা হয়।
এর মধ্যেই বিদ্রোহীরা রাজধানীতে ঢুকে পড়েছে বলে খবর এসেছে। দামেস্কে সরকারি বাহিনীর তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি।
রাজধানীতে প্রবেশের আগে বিদ্রোহীরা দামেস্কের উপকণ্ঠে অবস্থিত সিরিয়ার কুখ্যাত ‘সেইদনায়া’ কারাগার থেকে বন্দিদের মুক্ত করে দেয়। রয়টার্স জানিয়েছে, এই বড় সামরিক কারাগারে কয়েক হাজার বন্দি ছিল।
এর আগে রোববার ভোরের দিকে মাত্র এক দিনের লড়াইয়ে বিদ্রোহীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমসের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর বিনা বাধায় তারা দ্রুত রাজধানীর দিকে এগোতে থাকে।
অবৈধভাবে জোরপূর্বক দুই দশকেরও বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতা আঁকড়ে ধরে ছিল জা’লিম খু’নি শাসক বাসার আল আসাদ, ক্ষমতার লোভে হাজার হাজার নারী ও শিশু সহ লক্ষ লক্ষ সিরিয়ান নাগরিককে হত্যা করেছে সিয়া মতাদর্শের বাশার আল আসাদ।
অবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বি’শেষ অ’নুগ্রহ আহলে সু’ন্নাত ওয়াল জামাতের অনুসারী মুক্তিযোদ্ধাদের কল্যাণে নতুন ইসলামি যুগের সূচনা করতে যাচ্ছে সিরিয়াবাসী।
তথ্য সূত্রঃ বার্তা সংস্থা রাইটার্স। আল জাজিরা। সিএনএন।