১৫ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ই শাবান, ১৪৪৬
সর্বশেষ
বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি হলো ৩৩৬ মেট্রিক টন আলু
মোদির কাছে ‘বাংলাদেশের ভবিষ্যৎ: ট্রাম্পের মূর্তিবদ্ধ মন্তব্য, “আমি এটা মোদির হাতে ছেড়ে দেব”
তেঁতুলের পুষ্টিগুণ ও উপকারিতা
তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়, সত্যিই কি তাই? জানুন এর সত্যতা কতটুকু
জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
প্রধান উপদেষ্টার সঙ্গে ইলন মাস্কের ভার্চুয়াল বৈঠক: নতুন দিগন্তের ইঙ্গিত?
শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন
আজ পবিত্র শবে বরাত, আল্লাহর সন্তুষ্টি লাভের রাত
পুতিন-ট্রাম্প ফোনালাপে ইউক্রেন যুদ্ধের শেষ, শান্তির নতুন আশা!
ইসরায়েলি রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ‘অসহযোগী’ দেশ হিসেবে ব্যবস্থা নিল

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) সম্প্রতি ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে চিহ্নিত করেছে। এই পদক্ষেপের ফলে ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে, কারণ তারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাতে যথেষ্ট সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আইসিইর মতে, ভারতসহ বেশ কয়েকটি দেশ, যেমন পাকিস্তান, রাশিয়া, ইরান, কিউবা এবং ভেনেজুয়েলা, তাদের নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে না। এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন, এবং ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভিসা বা অন্যান্য প্রশাসনিক সহায়তা করতে এসব দেশ ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সব দেশগুলির বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ভ্রমণ নথি প্রদান না করা, ফেরত পাঠানোর জন্য ফ্লাইটের ব্যবস্থা না করা এবং সময়মতো সাক্ষাৎকার বা অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন না করা। এর ফলে, অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিকদের মধ্যে প্রায় ৯০ হাজার জন আটক হয়েছেন। এছাড়া, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছেন বলে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত সরকার যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে দুই দেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা ভবিষ্যতে একাধিক ইস্যুতে প্রভাব ফেলতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি সম্প্রতি আরও কঠোর হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার প্রস্তুতি চলছে, যার মধ্যে ১৮ হাজার ভারতীয় নাগরিকও রয়েছে।

এখন দেখার বিষয় হলো, ভারত এই পরিস্থিতির মোকাবিলা করতে কী পদক্ষেপ গ্রহণ করে এবং দুই দেশের সম্পর্ক কীভাবে ভবিষ্যতে প্রভাবিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত