আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বিস্ফোরণে রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এবং তার এক ডেপুটি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে একটি আবাসিক ভবনের সামনে গাড়িতে ওঠার সময় বিস্ফোরণটি ঘটে।
তদন্তে জানা গেছে, ভবনের ফটকের কাছে বৈদ্যুতিক স্কুটারে একটি ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) লুকানো ছিল। ৩০০ গ্রাম ওজনের বিস্ফোরকটি দূর-নিয়ন্ত্রিত সিগন্যালের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ভবনের জানালা, ফটক এবং আশপাশের গাড়িগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার তদন্তকারীরা এই হামলার জন্য সরাসরি ইউক্রেনের বিশেষ বাহিনীকে দায়ী করছেন। তাদের মতে, ইগর কিরিলভ ইউক্রেনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় তাকে টার্গেট করা হয়েছিল। কিরিলভ নিয়মিত সামরিক ব্রিফিংয়ে অংশ নিতেন এবং ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বায়োলজিক্যাল ল্যাব এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে ধরতেন।
কিরিলভের ভূমিকা রাশিয়া-ইউক্রেন সংঘাতের কূটনৈতিক পরিসরে আলোচিত ছিল। মাত্র একদিন আগে, ১৬ ডিসেম্বর, ইউক্রেন তার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনে।
রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে দায়ী করার দাবি নিয়ে ইউক্রেন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগেও ইউক্রেন রাশিয়ার এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।
এই বিস্ফোরণ শুধু ব্যক্তিগত হামলা নয়, বরং রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে এসেছে। মস্কোর মতো গুরুত্বপূর্ণ শহরে এমন একটি পরিকল্পিত হামলা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।