আওয়ার টাইমস নিউজ।
বাংলার ক্রিকেট প্রেমীদের দীর্ঘ অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। এশিয়া কাপের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৭ সদস্যের নাম ঘোষণা হলো। দলে নতুন চমক তানজীদ হাসান তামিম, দীর্ঘদিন পর দলে ফিরলেন মোহাম্মদ নাইম শেখ ও শেখ মেহেদী, কপাল পুড়েছে শুধু মাহমুদুল্লাহ রিয়াদের, ফেসবুকে সমালোচনার ঝড় বইয়েছেন সাইলেন্ট কিলারের ভক্তরা। রিয়াদ ভক্তরা মন্তব্য করেছে এশিয়া কাপে বাংলাদেশ দলের ভরাডুবি হবে।
এদিকে প্রিয় ছাত্র সৌম্য সরকারকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন হাথুরুসিং, কারণ এ দলের হয়ে লংকাতে অনুষ্ঠিত ইমার্জিং কাপে কাঙ্খিত পারফরমেন্স করতে ব্যর্থ হওয়ার কারণেই জায়গা পাইনি সৌম্য সরকার।
এদিকে স্পেনার তাইজুল ইসলামের জায়গায় দলের সুযোগ পেয়েছেন চরম কিপটে স্পিনার নাসুম আহমেদ, নির্বাচকরা জানিয়েছে, দলের কন্ডিশনের কারণেই তাইজুলের জায়গায় নাসুমকে নেওয়া হয়েছে।
এক নজরে দেখে নিন এশিয়া কাপের বাংলাদেশ দলের ১৭ সদস্যের নাম।
সাকিব আল হাসান (অধিনায়ক), হাসান তামিম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় এবং তানজীদ তামিম, নাসুম আহমেদ।