২০শে জুন, ২০২৫, ২৩শে জিলহজ, ১৪৪৬
সর্বশেষ
ইরান -ইসরাইল যু*দ্ধ
আন্তর্জাতিক
খেলাধুলা
নতুন বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে অমিল! ঘটককে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি!
এবার বিধ্বংসী মিসাইল ছুড়ল পরাশক্তি উত্তর কোরিয়া
হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছেঃ যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি বার্তা!
নেতানিয়াহুর স্বীকারোক্তি: ইরানের হামলায় ই’স’রাইলি ভূখণ্ডে মর্মান্তিক ক্ষতি
হোয়াইট হাউজের ‘পা চাটবে না’ কোন কা’পু’রু’ষদের উদ্দেশ্যে এমন হুং’কা’র দিলেন মুসলিম বি’শ্বের সিং’হ পুরুষ আয়াতুল্লাহ্ খামিনি?
ইরান নিয়ে আমি কী করতে যাচ্ছি, তা কেউই জানে না: পা’গ’লা খ্যাত ট্রাম্পের রহস্যময় বার্তা!
সুযোগ বুঝে ট্রাম্পের কাছে কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদির আবদার, পূর্বপুরুষদের ভূমি দাবি করা বাংলাদেশ নিয়ে কবে করবে আবদার?
লংকানদের বিপক্ষে ৪ উইকেটে ৪৫৮ রান থেকে দিনশেষে ৯ উইকেটে ৪৮৪! পুরনো অভ্যাস বদলাবে কবে টাইগাররা?
ইরানে সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া!
ট্রাম্পের হুমকির পরপরই মুসলিম বিশ্বকে নিয়ে মহাযু’দ্ধের ডাক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ খামিনির!
স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করে আকাশে লাফি উঠে উদযাপন করলেন অধিনায়ক নাজমুল শান্ত
আয়াতুল্লাহ্ খামিনি কোথায় আমরা জানি, তবে এখনই আমরা তাকে হত্যা করবো না: ট্রাম্পের এমন হুমকিতে বিশ্বব্যাপী নিন্দার ঝড়

চির শত্রুদের বিপক্ষেই বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন হামজা চৌধুরী” জানালেন বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্নের কথা

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবল ইতিহাসে ঐতিহাসিক ও রোমাঞ্চকর এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবার বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন। সম্প্রতি ফিফা থেকে অনুমতি পাওয়ার পর তার বাংলাদেশের জাতীয় দলে খেলার পথে আর কোনো বাধা নেই। শুধু খেলা নয়, দেশের ফুটবলের উন্নয়নে কাজ করতেও আগ্রহী হামজা চৌধুরি।

বাংলাদেশ ক্রিকেট ও ফুটবলের চির প্রতিদ্বন্দী দল ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের পর্বের প্রথম ম্যাচ দিয়েই বাংলাদেশ দলের হয়ে নব সূচনা করবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা ফুটবলার।

দা অ্যাথলেটিককে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা জানান, তিনি বাংলাদেশের মানুষের জন্য খেলতে চান। “বাংলাদেশি মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে এ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে,” তিনি বলেন। “প্রতিদিন অসংখ্য বার্তা পাই, যেখানে সবাই আমাকে বাংলাদেশের হয়ে খেলতে দেখতে চায়।”

হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। তবে ইংল্যান্ডের জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় নিজের শেকড়ের কাছে ফেরার সিদ্ধান্ত নেন। “ইংল্যান্ডের হয়ে খেলা আর আমার জন্য অপশন ছিল না। তাই এখনই সঠিক সময় আমার শেকড়ের কাছে ফেরার,” তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে হামজা চৌধুরী বলেন,বাংলাদেশের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৮৫ হলেও হামজা আশাবাদী। “আমি শুধু মাঠে পারফর্ম করতে চাই না, বরং দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সুযোগ দিতে চাই,” বলেন তিনি।

বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের উন্মাদনা তাকে মুগ্ধ করেছে। তবে তিনি মনে করেন, দেশের ফুটবলের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই। “আমি চাই, বাংলাদেশের তরুণরা ইউরোপের সেরা লিগগুলোতে খেলুক। এটি শুধু খেলোয়াড়দের নয়, পুরো দেশের ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।”

হবিগঞ্জের এক গ্রামে হামজার পরিবারের শেকড়। শৈশব থেকেই তিনি বাংলাদেশে নিয়মিত যাতায়াত করেছেন। “ছোটবেলায় প্রতি বছর বাংলাদেশে যেতাম। গ্রামবাংলার মানুষের জীবনধারা আমাকে শিখিয়েছে কৃতজ্ঞ হতে,” তিনি বলেন।

বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে হামজার গভীর সম্পর্ক রয়েছে। “আমার মা প্রতিদিন বাংলাদেশি খাবার রান্না করতেন। আমি বাংলা ভাষায় কথা বলতাম। এই সংস্কৃতি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি চাই, আমার সন্তানরাও এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক।”

হামজা মনে করেন, বাংলাদেশে ফুটবল নিয়ে মানুষের আবেগ ও ভালোবাসা অসাধারণ। “আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে দেশের তরুণরা নিজেদের প্রতিভা দেখাতে পারবে এবং আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিতে পারবে।”

তার জাতীয় দলে যোগদানের মাধ্যমে দলের মনোবল বাড়বে এবং দেশের ফুটবলের উন্নয়নেও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হামজা চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের ফুটবল আরও উচ্চতায় উঠবে, এমনটাই প্রত্যাশা করছেন দেশের ফুটবলপ্রেমীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত