আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি সবসময়ই মাঠে এবং মাঠের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে এক অভিনব প্রতিবাদ করে তিনি আবারও খবরের শিরোনামে।
২০১৮ সালে কেপটাউন টেস্টে ঘটে যাওয়া স্যান্ডপেপার কেলেঙ্কারি ক্রিকেট ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই ঘটনা মনে করিয়ে দিতে কোহলি ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার সমর্থকদের দেওয়া অভিযোগের জবাব দেন অভিনব উপায়ে।
ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন..
https://x.com/mufaddal_vohra/status/1875719034739814700
অস্ট্রেলিয়ার সমর্থকরা অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেটাররা তাদের জুতার ভেতরে অবৈধ কিছু ব্যবহার করছেন। এর জবাবে কোহলি স্মিথের আউট হওয়ার পর অভিনয় করে দেখান তার পকেট এবং প্যান্টের ভেতর কিছুই নেই। এই মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অস্ট্রেলিয়া ম্যাচ জিতলেও, কোহলির এই প্রতিবাদ ও স্মৃতিচারণ অজি সমর্থকদের মনে অস্বস্তি তৈরি করেছে। স্যান্ডপেপার কেলেঙ্কারির ফলে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার এবং ৯ মাস নিষেধাজ্ঞায় ছিলেন ব্যানক্রফট। সেই সময়ের মানসিক চাপ ও বিতর্ক তাদের ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলে।
কোহলির এমন সাহসী ও অভিনব প্রতিবাদ তার ভক্তদের মন জয় করেছে, আবার অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে বিতর্ক উস্কে দিয়েছে।