আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএলের জমজমাট ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। টানা পাঁচ ম্যাচে অপরাজিত রংপুর বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বরিশালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় লাভ করে। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরকে জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
বরিশাল প্রথমে ব্যাট করে রংপুরের সামনে ১৯৮ রানের লক্ষ্য দাঁড় করায়। রংপুরের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ৩ রানেই সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। তবে সাইফ হাসান ও তৌফিক খানের ব্যাটে ভর করে রান তুলতে থাকে দলটি। সাইফ ১৯ বলে ২২ এবং তৌফিক ২৮ বলে ৩৮ রান করেন।
এরপর ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তাদের ব্যাটে রংপুর ১০০ রানের কোটা পার করে। তবে ১৮তম ওভারে শাহিন আফ্রিদি ইফতেখারকে আউট করে খেলার মোড় ঘুরিয়ে দেন। ইফতেখার করেন ৩৬ বলে ৪৮ রান।
শেষ ১২ বলে ৩৯ রান প্রয়োজন ছিল রংপুরের। ১৯তম ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে খুশদিল আশার সঞ্চার করলেও তিনি আউট হন ২৪ বলে ৪৮ রান করে। শেষ ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। বল হাতে নিয়েই ঝড় তোলেন সোহান। বাউন্ডারি ও ছক্কার ফুলঝুড়িতে শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। সোহানের শেষ বলের ছক্কায় ম্যাচ জিতে নেয় রংপুর।
এর আগে, বরিশালের ব্যাটিংয়ে তামিম ইকবাল ও শান্ত দলকে দারুণ শুরু এনে দেন। পাওয়ার প্লেতে তারা ৪৬ রান সংগ্রহ করে। তবে কেউই ফিফটি করতে পারেননি। তামিম ৩৪ বলে ৪০ এবং শান্ত ৩০ বলে ৪১ রান করেন। কাইল মায়ার্স ২৯ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসের ওপর ভর করেই বরিশাল ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে।
রোমাঞ্চকর এই ম্যাচে সোহানের ব্যাটে শেষ হাসি হেসেছে রংপুর রাইডার্স।