
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন, দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরে না আসা পর্যন্ত তার সংগ্রাম অব্যাহত থাকবে।
২২ জানুয়ারি (বুধবার), দাউদকান্দি মডেল মসজিদ কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, “আমার এই লড়াই শুধু নিজের জন্য নয়, এটি বাংলাদেশের গণমাধ্যম ও স্বাধীনতার জন্য। আমি চাই, সবাইকে সঙ্গে নিয়ে এই লড়াই চালিয়ে যেতে।
নিজেকে দাউদকান্দির সন্তান হিসেবে পরিচিতি দিয়ে তিনি আরও বলেন, “এই অঞ্চল আমার নিজের জায়গা। এখানে ফিরে আসতে আমার অনেকটা সময় লেগেছে। আমার পরিবার থেকে অনেকেই চলে গেছেন আল্লাহর কাছে। আজ তাদের কবর জিয়ারত করতে এসেছি।
তিনি আরও জানান, তার মা হাসানপুর কলেজের একজন দীর্ঘদিনের শিক্ষিকা ছিলেন এবং এ এলাকার অনেকেই তার ছাত্র হতে পারেন। উপস্থিত সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান।
এ সময় আমার দেশ পত্রিকার পরিচালক সাকিল আহমেদ, সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা প্রতিনিধি এম হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহমুদুর রহমান তার বক্তব্যে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং স্বাধীন গণমাধ্যমের জন্য তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।