
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দরাবাদে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও পৈশাচিক হত্যাকাণ্ড। সাবেক সেনাসদস্য গুরু মূর্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি তার স্ত্রী ভেঙ্কটা মাধবীকে (৩৫) হত্যা করে মরদেহ টুকরো টুকরো করেন এবং গুম করার উদ্দেশ্যে সেগুলো প্রেসার কুকারে সিদ্ধ করেন।
নিশংস এই হত্যাকাণ্ডের বিষয়ে সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৬ জানুয়ারি স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে পুলিশ গুরু মূর্তিকে সন্দেহ করে। জিজ্ঞাসাবাদে তিনি তার অপরাধ স্বীকার করেন।
তার স্বীকারোক্তি অনুযায়ী, তিনি প্রথমে স্ত্রীকে হত্যা করেন, তারপর মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করেন। পরে সেগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে মাংস ও হাড় আলাদা করেন। এমনকি হাড়গুলো গুঁড়ো করে পুনরায় সিদ্ধ করার কথাও জানান তিনি। তিন দিন ধরে এ পদ্ধতি অবলম্বন করে তিনি মরদেহের অবশিষ্টাংশ মিরপেট লেকে ফেলে দেন।
জানা গিয়েছে, ৪৫ বছর বয়সী গুরু মূর্তি একজন সাবেক সেনাসদস্য। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-তে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
গুরু মূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির দুটি সন্তান রয়েছে। প্রতিবেশীদের মতে, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।