
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মহান আল্লাহর দরবারে প্রাণঢালা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এই পর্বের আখেরি মোনাজাতটি অনুষ্ঠিত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে, যেখানে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে শুরু হওয়া মোনাজাতটি শেষ হয় ৯টা ৩৬ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। এখানে মুসল্লিরা মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের এ জমায়েতে দেশের ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। ৩০ জানুয়ারি বাদ মাগরিব, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হওয়া এ পর্বটি তিন দিন ধরে চলে।
এদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যেখানে অংশ নেবেন ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশের মুসল্লিরা।
বিশ্ব ইজতেমার আয়োজনটি ১৯৪৬ সালে কাকরাইল মসজিদে প্রথম শুরু হয়েছিল, যা দিন দিন বৃদ্ধি পেয়ে বর্তমানে টঙ্গীর তুরাগ তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যা ভারতের মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে সম্পন্ন হবে।
বিশ্ব ইজতেমার এ মহাসমারোহে মুসলমানরা একত্রিত হয়ে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন, যা পুরো টঙ্গী এলাকা কানায় কানায় পূর্ণ করে তোলে।