
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: টানা প্রবল বর্ষণের ফলে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, যার ফলে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া, বন্যার পানিতে কুমিরের বিচরণ বাড়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) কুইন্সল্যান্ড রাজ্যের ইনঘাম এলাকায় একটি নৌকা দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণের ফলে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
কুইন্সল্যান্ডের কিছু এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় ৬০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ঐতিহাসিক রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
প্লাবিত এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বন্যার কারণে টাউনসভিলের প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং হাসপাতালের জরুরি নয় এমন অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে।
বন্যার ফলে স্থানীয় জলাশয় ও নদীগুলোর পানির স্তর বেড়ে যাওয়ায় কুমিরের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে। প্রশাসন জনগণকে সতর্ক থেকে গভীর পানিতে নামতে নিষেধ করেছে, কারণ শান্ত দেখালেও এসব পানিতে কুমিরের আশঙ্কা রয়েছে।
সোমবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, কিছু এলাকায় আরও ৪৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘস্থায়ী এই বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে। সাধারণ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।