
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি, ওয়াশিংটনের স্থানীয় সময়ে তাদের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়, যা প্রথম প্রকাশ্যে আসা ফোনালাপ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, এই ফোনালাপে তিনি পুতিনের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন। তারা দুজনই একমত হয়েছেন যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হয়েছে, এবং যুদ্ধের অবসান চান।
পুতিনের সঙ্গে আলোচনা চলাকালে, ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডলারসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ট্রাম্প জানান, তারা উভয়েই “কমন সেন্স” ধারণার প্রতি দৃঢ় বিশ্বাসী। এছাড়াও, তারা একে অপরের দেশ পরিদর্শন করতে সম্মত হয়েছেন।
এই ফোনালাপের পর, ট্রাম্প তার দলকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পরবর্তীতে আলোচনা করবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের আলোচনা নেতৃত্বে রাখবেন।
এছাড়াও, ট্রাম্প মার্কিন নাগরিক মার্ক ফোগেলের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানান। ফোগেল, যিনি রাশিয়ায় তিন বছরের বেশি সময় ধরে বন্দি ছিলেন, গত রাতে হোয়াইট হাউসে তার মুক্তির পর স্বাগত জানানো হয়।
এই ফোনালাপটি মার্ক ফোগেলের মুক্তির পরেই অনুষ্ঠিত হয় এবং এতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা আরও গম্ভীর পর্যায়ে পৌঁছাতে পারে।