
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পঞ্চগড় জেলা থেকে আবারও এক গুরুত্বপূর্ণ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ৩৩৬ মেট্রিক টন ফ্রেশ আলু রপ্তানি করা হয়। এই আলু সরবরাহ করা হয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারি জেলার কৃষকদের কাছ থেকে। মোট ১৬টি ট্রাকের মাধ্যমে আলু নেপাল পাঠানো হয়, যেখানে প্রতিটি ট্রাকে ২১ টন আলু ছিল।
এখন পর্যন্ত, জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর থেকে মোট ৯৬৬ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি করা হয়েছে, যা বাংলাদেশের কৃষি ও বাণিজ্য খাতে একটি উল্লেখযোগ্য অর্জন। বাংলাবান্ধা বন্দর, যার অবস্থান ভারত, নেপাল ও ভুটানের কাছে, এখন শুধু ব্যবসার জন্যই নয়, দেশের কৃষি রপ্তানির জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পাট, ওষুধ, মটরসাইকেল, জুস, ব্যাটারি ও অন্যান্য পণ্যও এই বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে। একদিকে যেখানে এটি বাংলাদেশের বাণিজ্যিক উন্নয়নকে ত্বরান্বিত করছে, অন্যদিকে এটি নেপাল ও ভারতসহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করছে।