
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের আদানি পাওয়ার। গত তিন মাস ধরে আংশিকভাবে সীমিত থাকা বিদ্যুৎ সরবরাহ এবার পুরোদমে চালু হচ্ছে।
শিগগিরই আসছে ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে সম্পূর্ণ ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার।
তবে, বাংলাদেশের পক্ষ থেকে চাওয়া কর ছাড় ও অন্যান্য আর্থিক সুবিধার অনুরোধ আদানি প্রত্যাখ্যান করেছে।
২০২৩ সালের ৩১ অক্টোবর বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বাংলাদেশ বিদ্যুৎ বিল পরিশোধে দেরি করছিল। এতে করে ১ নভেম্বর আদানির বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়, এবং বাংলাদেশ অর্ধেক বিদ্যুৎ পেতে থাকে।
আগামী গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়বে। তাই, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার পুরো ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে সম্ম