
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশের নির্দিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলোতে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বিনিময় করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নির্ধারিত ৮০টি ব্যাংক শাখা ও বাংলাদেশ ব্যাংকের কার্যালয় থেকে এই নোট সংগ্রহ করা যাবে। তবে, একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।
নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে:
নতুন নোট বিনিময়ের সুবিধার্থে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।
নোট বিনিময়ের সময় ব্যাংকের গ্রাহকদের পুরাতন নোট পরিবর্তনের সুযোগও থাকবে। তবে, প্রতিটি গ্রাহক নির্দিষ্ট পরিমাণ নোট নিতে পারবেন এবং একাধিকবার বিনিময়ের সুযোগ পাবেন না।
নোট বিনিময়ের সময়সূচি:
শুরু: ১৯ মার্চ ২০২৫
শেষ: ২৫ মার্চ ২০২৫
বন্ধ থাকবে: সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন
বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নোট বিনিময়ের মাধ্যমে ঈদ-উল-ফিতরে সাধারণ জনগণের মাঝে আর্থিক লেনদেন আরও সহজ হবে।