
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে কঠিন পরিস্থিতি সামলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৮ রান। তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিকের অসাধারণ পারফরম্যান্সে দল সম্মানজনক স্কোর গড়ে।
প্রথম ৮.৩ ওভারে ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর হৃদয় ও জাকের জুটি গড়ে তোলে ১৫৪ রান, যা বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও এক রেকর্ড।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ১৩১ রানের জুটি ছিল দক্ষিণ আফ্রিকার জাস্টিন ক্যাম্প ও মার্ক বাউচারের (২০০৬ সালে, পাকিস্তানের বিপক্ষে)। বাংলাদেশের হয়ে আগের সেরা ছিল জাকের-মাহমুদউল্লাহর ১৫০ রান (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০২৩)।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে টাইগাররা। তবে হৃদয় ও জাকেরের ব্যাটে দল ঘুরে দাঁড়ায়। জাকের ১১৪ বলে ৬৮ রান করেন, আর হৃদয় ১১৮ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
শেষ দিকে রিশাদ হোসেন ১৮ রান (২ ছক্কা, ১ চার) করলেও বাকিরা বিশেষ কিছু করতে পারেননি। ইনিংসের শেষ মুহূর্তে মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে (১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট) ২২৮ রানেই থামে বাংলাদেশ।