
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টারঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য করা হচ্ছে, যা প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “বিগত ১৫ বছর ধরে আমরা যা দেখছি, তা থেকে স্পষ্ট—মানুষ পরিবর্তন চায়। কিন্তু বিভিন্ন চক্রান্ত করে সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। সবাই যদি সচেতন থাকি, তবে এই ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ যেন সফল হয়, সে জন্য সবাইকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। সাংবাদিকদেরও সত্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু এখন তাদের বিতর্কিত করার হীন চেষ্টা চলছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ নেতৃবৃন্দ ও বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।