
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত বোলিং করে আবারও নিজের জাত চিনিয়ে দিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে মাত্র ১১ বলের ব্যবধানে ৩টি উইকেট শিকার করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ম্যাচটি অনুষ্ঠিত হয় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে, যেখানে ‘পিএসএল ক্লাসিকো’ নামে পরিচিত লাহোর বনাম করাচি দ্বৈরথে উত্তেজনার কোনো ঘাটতি ছিল না।
লাহোর কালান্দার্স টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সংগ্রহ করে ২০১ রান ৬ উইকেটে। ফখর জামান ৪৬ বলে ৭৬ এবং ড্যারিল মিচেল ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন।
জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংসের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৩৬ রানে। ম্যাচের তখনও বাকি ছিল ৫ বল। লাহোরের হয়ে শাহিন আফ্রিদি ও রিশাদ হোসেন সমানভাবে ৩টি করে উইকেট নেন। এছাড়া রাজা ২ উইকেট সংগ্রহ করেন।
রিশাদের বোলিংয়ে মুগ্ধ হয়ে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, “এই ছেলেকে দেখলে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হয়।” তার লেগ ব্রেক ও গুগলির প্রশংসাও করেন তিনি।
এই জয়ে লাহোর কালান্দার্স তিন ম্যাচে দুই জয় নিয়ে উঠে আসে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড, সমান সংখ্যক জয় ও ভালো নেট রানরেটের সুবাদে।
সংক্ষিপ্ত স্কোর:
লাহোর কালান্দার্স – ২০১/৬ (২০ ওভার)
ফখর ৭৬, মিচেল ৭৫; হাসান ৪/২৮
করাচি কিংস – ১৩৬ অলআউট (১৯.১ ওভার)
খুশদিল ৩৯, হাসান ২৭; রিশাদ ৩/২৬, আফ্রিদি ৩/৩৪, রাজা ২/১৩
ফল: লাহোর কালান্দার্স ৬৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ফখর জামান