
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকানের আকাশ তখনো আলোয় উদ্ভাসিত হয়নি। প্রভাতের প্রথম আলো ফোটার আগেই পোপ ফ্রান্সিস চলে গেলেন না ফেরার দেশে। কিন্তু তার কণ্ঠে শেষ যে কথা ছিল, তা ছিল ফিলিস্তিনের ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া শিশুদের জন্য, গাজার ক্ষুধার্ত মায়ের জন্য, ও সেই নিঃস্ব জনতার জন্য যারা কেবল একটু শান্তির নিশ্বাস চায়।
ইস্টার সানডের বার্তায় তিনি কাঁপা কণ্ঠে বলেছিলেন—
“যুদ্ধ বন্ধ করুন। জিম্মিদের মুক্তি দিন। শান্তির ভবিষ্যতের আশায় ক্ষুধার্ত হৃদয়গুলোকে জড়িয়ে ধরুন।”
তিনি অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়েছিলেন সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায়। আশীর্বাদ করেছিলেন বিশ্বকে। আর বলেছিলেন—
“মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই।”
এই কথাগুলো এখন প্রতিধ্বনিত হচ্ছে ধ্বংসস্তূপের ভেতর।
এ যেন এক পবিত্র কান্না—যা সীমানা চেনে না, ধর্ম চেনে না।
এ যেন মানবতার শেষ আশীর্বাদ।