
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেটে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে, আর ভরাডুবি হলো বাংলাদেশের। সাত বছর পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগারদের বিপক্ষে টেস্ট জয় তুলে নিল রোডেশিয়ানরা। সেই সঙ্গে চার বছর পর টেস্টে ফিরল জয়ের ধারায়।
চতুর্থ ইনিংসে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। তাদের ৯৫ রানের উদ্বোধনী জুটিই গড়ে দেয় জয়ের ভিত। বেনেট ৫৪ ও কারান ৪৪ রান করে আউট হলেও জয়ের পথ প্রশস্ত হয়ে যায়।
বাংলাদেশের পক্ষে একাই লড়েছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ পুরো ম্যাচে ১০ উইকেট তুলে নিলেও দলের হার ঠেকাতে পারেননি তিনি। একই সঙ্গে ম্যাচে তিনি ২০০ টেস্ট উইকেটের মাইলফলকও স্পর্শ করেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১৯১ রান। জবাবে জিম্বাবুয়ে তোলে ২৭৩। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫, ফলে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের।
শেষদিকে এনগারাভা ও মাদেভারের অবিচ্ছিন্ন ১৩ রানের জুটিতে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। উল্লেখযোগ্যভাবে, এর আগে টেস্টে ১৬২ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিততে পারেনি তারা—সিলেটে সেই রেকর্ডও ভেঙে দিল।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা, আর বাংলাদেশ পড়ে গেছে তীব্র সমালোচনার মুখে।