
আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ইতিহাসের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ওয়াকফ বোর্ডের অধীনস্থ মাদরাসাগুলোতে এবার থেকে রাজ্য শিক্ষা পরিষদের পাঠ্যক্রম অনুসরণ করে পড়ানো হবে রাম, কৃষ্ণ, গৌতম বুদ্ধ ও মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবনী।
‘দ্য প্রিন্ট’-এর খবরে জানানো হয়, উত্তরাখণ্ড ওয়াকফ বোর্ডের এই সিদ্ধান্তের ফলে তাদের অধীনে থাকা ১১৭টি মাদরাসায় মূলস্রোতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে। শিক্ষার্থীরা এখন হিন্দি, ইংরেজি, বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এমনকি সংস্কৃতও পড়বে।
১৫ এপ্রিল জারি করা এক সরকারি আদেশে জানানো হয়, এসব মাদরাসাকে এখন থেকে আধুনিকায়নের আওতায় আনা হবে এবং রাজ্য শিক্ষা বোর্ডের স্বীকৃতি গ্রহণ বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, যদিও সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।
ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাদাব শামস বলেন, ‘রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী যা পড়ানো হচ্ছে, তা-ই শেখানো হবে। সংস্কৃত যেমন বাধ্যতামূলক, তেমনই রাজ্যের আধুনিক মাদরাসা মডেল অনুসরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
বর্তমানে উত্তরাখণ্ডে প্রায় ১,০০০ মাদরাসা (নিবন্ধিত ও অনিবন্ধিত) থাকলেও, বোর্ডের লক্ষ্য ভবিষ্যতে অন্তত ২৫০ থেকে ৩০০ মাদরাসাকে তাদের আওতায় নিয়ে আসা।
এই সিদ্ধান্ত নিয়ে ভারতের ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় শিক্ষার স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।