
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডোমারে এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হলো জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন সাজু ইসলাম নামে এক তরুণ।
সাজু ইসলাম ওই গ্রামের মমিনুর রহমানের ছেলে। ইসলামী জীবনচর্চায় নিবেদিত এ যুবকের এমন মৃত্যু এলাকাবাসীকে আবেগাপ্লুত করে তুলেছে। প্রতিবেশী শাকিল ইসলাম জানান, “সাজু ছিলেন এলাকার সবচেয়ে ভদ্র, ধার্মিক ও নরম স্বভাবের মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদের নামাজ পড়তেন নিয়মিত। তার জীবনের লক্ষ্য ছিল আল্লাহর ঘরকেই কেন্দ্র করে জীবন গড়ে তোলা।”
মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, “নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন সাজু। হঠাৎ তিনি পড়ে যান এবং অল্প সময়ের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। নিশ্চিত হওয়া যায়, তিনি মৃত্যুবরণ করেছেন। এটি নিঃসন্দেহে সৌভাগ্যপূর্ণ মৃত্যু।”
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু, বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই অকাল ও পুণ্যময় বিদায়ে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। বহু মানুষ এই মৃত্যুতে আক্ষেপের সঙ্গে বলছেন, “হায়, যদি আমাদেরও এমন মৃত্যু হতো।”