
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে ভারত একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়, যা দুই দেশের মধ্যকার সম্পর্কে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব জানান, পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করে, তবে দ্বিপক্ষীয় সহযোগিতা আর আগের মতো থাকবে না।
ভারত সরকার যেসব পদক্ষেপ ঘোষণা করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো:
১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত। পানি ভাগাভাগির এই আন্তর্জাতিক চুক্তি কার্যকর থাকবে না যতদিন না সন্ত্রাসে মদদ বন্ধ হয়।
আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ। পাকিস্তান থেকে ভারতে প্রবেশকারীদের দ্রুত ফিরতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়সীমা ধরা হয়েছে ১ মে।
পাকিস্তান হাইকমিশনের প্রতিরক্ষা কর্মকর্তাদের ভারত ত্যাগের নির্দেশ। এ ছাড়া, উভয় দেশের কূটনৈতিক মিশনে কর্মীসংখ্যা হ্রাসের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ভারত সরকার মনে করছে, এই হামলা কাশ্মীরের উন্নয়ন ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্যই করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এত বড় কূটনৈতিক পদক্ষেপ ভারত খুব কমই নিয়েছে। বিশেষ করে, পানি চুক্তি স্থগিত করাকে অনেকে ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত হিসেবে দেখছেন।