
আওয়ার টাইমস নিউজ।
টাইমস ডেস্ক: ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলজাজিরায় সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনার বক্তব্য বন্ধে অনুরোধ করলে মোদি সাফ জানিয়ে দেন, ‘ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি তাকে চুপ করাতে পারবো না।’
ড. ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে বসেই বাংলাদেশের জনগণকে উত্তেজিত করছেন, যা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তবে ভারত সরকারের পক্ষ থেকে তার বক্তব্যে হস্তক্ষেপ না করার সিদ্ধান্তই পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
প্রধান উপদেষ্টার ভাষায়, শেখ হাসিনার এধরনের কর্মকাণ্ডের কারণে অন্তর্বর্তী সরকারকে জনগণের মাঝে বারবার চাপের মুখে পড়তে হচ্ছে।