আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি ক্যান্সার রোগীদের জন্য সুখবর নিয়ে এলো ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস এর চিকিৎসকগণ।
জানা গিয়েছে,তারা ক্যান্সার রোগীদেরকে সারিয়ে তুলতে এমন একটি ইনজেকশন চালু করতে চলেছে, যা দেশটির শত শত ক্যানসার রোগীকে নতুন করে বাঁচার আশার আলো দেখাচ্ছে । মরণব্যাধি এ ক্যানসার চিকিৎসার সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে এ ইনজেকশনটি।
বিশ্বে এ সর্বপ্রথম ব্রিটেনেই ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে এই ইনজেকশন চালু হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা সংস্থা রয়টার্স।
ব্রিটিশ মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি থেকে অনুমোদন পাওয়ার পর ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা শত শত ক্যানসার রোগীদের এখন অ্যাটেজোলিজুমাবের ইনজেকশন দেওয়া হবে। চিকিৎসা জানিয়েছেন, এই ইনজেকশন সাধারণত ক্যান্সার রোগীদের ত্বকের নিচে দেওয়া হয়।
অ্যাটেজোলিজুমাব ইনজেকশনটিকে টেসেন্ট্রিকও বলা হয়। এটি একটি মনোক্লোনাল অ্যান্টিবডি ওষুধ, যা ক্যানসার রোগীদের শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করে। এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়। একটি ড্রিপের মাধ্যমে সরাসরি রোগীর শিরায় পৌঁছে যায় ওষুধ। ব্রিটিশ এনএইএস-এর মতে, এত দিন শিরার মাধ্যমে রোগীর দেহে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে প্রায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগতো। অনেক রোগীর ক্ষেত্রে আবার বেশি সময়ও লেগে যায়। তবে নতুন পদ্ধতিতে এখন এই ওষুধ শিরার পরিবর্তে ত্বকের নিচে ইনজেক্ট করা হবে। এই নতুন ভ্যাকসিন মাত্র সাত মিনিটেই সেই কাজ করে দেবে।
যুক্তরাজ্যের ওয়েস্ট সাফোল্ক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট অনকোলজিস্ট (ক্যানসার বিশেষজ্ঞ) ড. আলেকজান্ডার মার্টিন বলেছেন, এই ইনজেকশনটি শুধু রোগীদের জন্যই সুবিধাজনক নয় আমরাও সারা দিনে আরও বেশি সংখ্যক রোগীর চিকিৎসা দিতে পারব।
এদিকে বৃটেনের চিকিৎসকরা জানিয়েছে, ইতিমধ্যেই দেশটির হাজার হাজার ক্যান্সার রোগী অ্যাটেজোলিজুমাবের চিকিৎসা সেবার মাধ্যমে আশানুরূপ আউপকৃত হয়েছেন, এই চিকিৎসায় ক্যানসার ফিরে আসার ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অ্যাটেজোলিজুমাব একটি ইমিউনোথেরাপি ওষুধ, যা রোগীর দেহে ক্যান্সারের কোষ খুঁজে বের করে এবং তা ধ্বংস করতে সক্ষম।