
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চলছে প্রচণ্ড গরম। পানিশূন্যতার সমস্যা মোকাবিলায় ঘরে ঘরে ওরস্যালাইন রাখা হচ্ছে হাতের কাছে। কিন্তু অনেকেই জানেন না, সামান্য অসচেতনতা ও ভুল পদ্ধতিতে ওরস্যালাইন খাওয়ালে প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে!
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওরস্যালাইন প্রস্তুতের সময় নির্ধারিত পরিমাণ পানি ব্যবহার না করলে শরীরে অতিরিক্ত লবণ বা চিনি প্রবেশ করে। এর ফলে দেখা দিতে পারে হাইপারনাট্রেমিয়া, যা স্নায়বিক সমস্যা, খিঁচুনি এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিশেষ করে শিশুরা এই ঝুঁকির মুখে সবচেয়ে বেশি থাকে।
শুধু তাই নয়, যদি বিশুদ্ধ পানি ছাড়া ওরস্যালাইন তৈরি করা হয়, অথবা অপরিষ্কার পাত্র ব্যবহার করা হয়, তবে দ্রবণে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। এটি পেটের সংক্রমণ, বমি, ডায়রিয়া এবং জটিল পেটের রোগের কারণ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ:
ওরস্যালাইন প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফুটানো ও ঠান্ডা পানি ব্যবহার করতে হবে।
হাতে ময়লা থাকলে ও পাত্র অপরিষ্কার থাকলে ওরস্যালাইন তৈরি করা যাবে না।
প্রস্তুতকৃত ওরস্যালাইন ২৪ ঘণ্টার মধ্যে খেয়ে শেষ করতে হবে। এর পরে এটি আর ব্যবহার করা উচিত নয়।
WHO অনুমোদিত ওরস্যালাইন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
চিকিৎসকদের মতে, সামান্য সচেতনতার মাধ্যমে ওরস্যালাইন হতে পারে জীবন রক্ষাকারী সমাধান। তবে অবহেলা করলে সেটিই হতে পারে বড় বিপদের কারণ। তাই নিজের ও পরিবারের সুরক্ষায় ওরস্যালাইন ব্যবহারে সতর্ক থাকুন, সুস্থ থাকুন।