
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের সাম্প্রতিক রক্তাক্ত ঘটনার জবাবে এবার সরাসরি পাকিস্তানে পাল্টা হামলা চালালো ভারত। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে একযোগে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা, এতে এখন পর্যন্ত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই হামলায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, তারা হামলার সময় ভারতীয় বাহিনীর দুটি ফাইটার জেট ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে এই দাবির পক্ষে এখনো ভারত কোনো মন্তব্য করেনি।
ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই হামলা কোনো সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে নয়; বরং পাকিস্তানের মাটিতে অবস্থানরত ইসলামপন্থী সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করেই চালানো হয়েছে। ভারতের দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযান ছিল ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ।
ঘটনার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কড়া ভাষায় ভারতকে হুঁশিয়ার করে বলেন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২২ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল। তখন থেকেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিশোধের বার্তা আসছিল বারবার। অবশেষে আজ সেই বার্তার বাস্তব রূপ দেখা গেল পাকিস্তানের আকাশে।
এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
চলমান পরিস্থিতি নজরে রাখতে আন্তর্জাতিক সংস্থাগুলোর নজর এখন উপমহাদেশের দিকে।