
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সরব হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলাকে সরাসরি “লজ্জাজনক” বলে আখ্যায়িত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে চলমান সংঘাত দ্রুতই শেষ হবে।
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে ভারতের হামলার দাবি করা হলেও পাকিস্তান জানিয়েছে, পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও ১২ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওভাল অফিসে ঢোকার ঠিক আগমুহূর্তে আমরা এই হামলার খবর পেলাম। এটা সত্যিই লজ্জাজনক।” তিনি আরও বলেন, “এই অঞ্চলের মানুষ বহু দশক ধরে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িত। কেউ চাইবে না এই সংঘাত আর দীর্ঘায়িত হোক। এটা যেন দ্রুতই শেষ হয়, সেটাই আশা করি।”
ট্রাম্প বলেন, “আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন তারা প্রায় এক শতাব্দী ধরে বিরোধে লিপ্ত। শান্তিপূর্ণ সমাধানই হতে পারে এই উত্তেজনার একমাত্র পথ।”
এদিকে, পাকিস্তানে হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকট নিরসনে ভারত ও পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন সংঘাত শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। তাই মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক মহল এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।