
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে পাকিস্তান। শনিবার ভোরে ‘বুনিয়ান মারসুস’ নামক এক অভিযানে ভারতের জম্মু ও কাশ্মীরের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ এই খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানের দাবি অনুযায়ী, অপারেশন বুনইয়ানুল মারসুস এর অংশ হিসেবে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের আদামপুর শহরে হামলা চালানো হয়। হামলার সময় পাকিস্তানি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যার লক্ষ্য ছিল বিশ্বের অন্যতম উন্নত ও ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—রাশিয়ার তৈরি এস-৪০০। এর মূল্য প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, এস-৪০০ ধ্বংসের দাবি সত্য হলে এটি হবে এই প্রতিরক্ষা ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয়বার ধ্বংসের ঘটনা। প্রথমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেন রুশ বাহিনীর একটি এস-৪০০ ইউনিট ধ্বংস করতে সক্ষম হয়েছিল।
তবে এখনো ভারতের পক্ষ থেকে এই হামলা ও ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।