
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২৪ জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮১০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও নতুন করে বিমান হামলা শুরু করে, যেখানে ২ হাজার ৭০১ ফিলিস্তিনি নিহত এবং ৭ হাজার ৪৩২ জন আহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই বর্বর হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ উপত্যকার অধিকাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত।