
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন স্বাধীনতাকামীদের বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, নিহতরা ‘সন্ত্রাসী’ ছিল এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। স্থানীয়রা বলছেন, রাতভর চলা এই অভিযানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এ ধরনের সংঘর্ষ কাশ্মীরে প্রায়ই ঘটে থাকে। ভারত সরকারের দাবি, তারা জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থানে রয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন, এতে করে আরও উত্তেজনা ছড়াচ্ছে অঞ্চলজুড়ে। এভাবে চলতে থাকলে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উত্তেজনা তৈরি হতে পারে।