
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাক-ভারত রাজনৈতিক উত্তেজনায় কিছুদিন স্থগিত থাকার পর পুনরায় শুরু হচ্ছে বহুল আলোচিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে ফিরছে টুর্নামেন্টটি। আর তার আগেই বাংলাদেশি ক্রিকেটভক্তদের জন্য এলো দারুণ এক সুখবর—৬ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বুধবার (১৪ মে) দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় এ ঘোষণা দেয়। জানানো হয়, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক পুরো মৌসুম থেকে ছিটকে পড়ায় তার পরিবর্তে স্কোয়াডে যোগ হয়েছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।
দুই বছর পর আবারও দিল্লির জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়েও আইপিএলে খেলেছেন। এবার অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লির পেস আক্রমণের নেতৃত্বে দেখা যেতে পারে তাকে।
বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে নতুন করে নিজের জাত চেনানোর আরেকটি সুযোগ পেলেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান।