
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হংকং ও সিঙ্গাপুরে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও ভাইরাস-সম্পর্কিত কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে স্বাস্থ্য মহলে।
হংকংয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে কোভিড পজিটিভ শ্বাসতন্ত্রের নমুনার সর্বোচ্চ হার রেকর্ড হয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে মৃত্যুসহ গুরুতর সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩১টি কেসে, যা এ বছরের সর্বোচ্চ। সংক্রামক রোগ বিভাগের প্রধান অ্যালবার্ট আউ জানান, ভাইরাস-সম্পর্কিত সক্রিয়তা এখন অনেক বেশি।
সিঙ্গাপুরেও একই চিত্র। এক সপ্তাহে ২৮% কোভিড-সম্পর্কিত রিপোর্ট পাওয়া গেছে, হাসপাতালে ভর্তি বেড়েছে ৩০%। সরকার টিকা আপডেট রাখার ওপর জোর দিয়েছে।
যদিও এখন পর্যন্ত নতুন কোনো ভয়ংকর ধরন শনাক্ত হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জনসাধারণের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সংক্রমণ ছড়াতে সুবিধা হচ্ছে।
এশিয়ার আরও কিছু দেশেও সংক্রমণ বাড়ছে। হংকংয়ের জনপ্রিয় গায়ক ইসন চ্যান কোভিডে আক্রান্ত হয়ে কনসার্ট বাতিল করেছেন। চীনে হাসপাতাল ভর্তি রোগীদের পজিটিভ হার দ্বিগুণ হয়েছে। থাইল্যান্ডে উৎসব-পরবর্তী জমায়েতে সংক্রমণ গুচ্ছ আকারে ছড়িয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ— ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা যেন টিকা গ্রহণ, মাস্ক পরিধান এবং ভিড় এড়িয়ে চলায় গুরুত্ব দেন। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়, তবে উদাসীন হলে নতুন ঢেউ দেখা দিতে পারে।