
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: কোরবানির ঈদের দিনে প্রবল বৃষ্টিও থামাতে পারেনি হাসনাত আবদুল্লাহকে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার ভিজে ভিজে কোরবানির গোশত পৌঁছে দিয়েছেন দেবিদ্বারের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারে।
নিজের সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, তিনি বৃষ্টির মধ্যেই শহীদ পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে গোশত পৌঁছে দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন—
“আমরা আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ এবং ৬০ জন আহত ভাইবোনের পরিবারের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। যে আদর্শে শহীদরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তা যেন আমরা সর্বদা হৃদয়ে ধারণ করি।”
হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বারের এই ১৪ শহীদ ও ৬০ আহত ব্যক্তির পরিবারের জন্য তিনি নিজে চারটি গরু কোরবানি দেন। শহীদ পরিবারের প্রতি এমন শ্রদ্ধা ও দায়িত্ববোধ সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।