
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে দ্বিতীয় আসরে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স। সেই লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছে স্কোয়াডের একাংশ, নেতৃত্বে রয়েছেন নুরুল হাসান সোহান।
সোমবার (৩০ জুন) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রংপুর রাইডার্সের একাধিক খেলোয়াড়। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ।
আসন্ন গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ১০ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রাল ডিস্ট্রিক।
পরদিন মাঠে নামবে রংপুর রাইডার্স। তাদের প্রথম ম্যাচ গায়ানা অ্যামাজনের বিপক্ষে।
প্রথম আসরে দারুণ সাফল্য পাওয়া রংপুর এবারও ট্রফি জয়ের প্রত্যয়ে দুবাই যাচ্ছে। সোহান ছাড়াও দলের মূল খেলোয়াড়রা পরবর্তী ফ্লাইটে দেশ ছাড়বেন বলে জানা গেছে।