
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজা সিটির নিজ বাসায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান। বৃহস্পতিবার (৩ জুলাই) এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিবারের কয়েকজন সদস্যও একই হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর দিয়েছে বিবিসি।
দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় যুক্ত থাকা মারওয়ান সুলতান ছিলেন গাজার চিকিৎসা অঙ্গনের একজন সম্মানিত ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তিনি সহমর্মিতা ও নিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তারা।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতদের সঙ্গে হামাসের কোনো সম্পৃক্ততা নেই এবং হামলায় বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এই হামলা শুধু একজন চিকিৎসককে হত্যা নয়— এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের পরিষ্কার প্রমাণ।