
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নশিপে সাউদাম্পটনের বিপক্ষে ৩–০ গোলের হতাশাজনক হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরীর লেস্টার সিটিকে। অধিনায়কের আর্মব্যান্ড পরে খেলতে নামলেও দলকে রক্ষা করা সম্ভব হয়নি তার। ম্যাচের মাঝপথেই ১০ জনের দলে পরিণত হওয়া লেস্টার বড় ব্যবধানে হারে।
১৮ ও ২৩ মিনিটে দুই গোল হজম করার পর ৩৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওলাবাদে আলুকো। সংখ্যায় পিছিয়ে পড়া লেস্টার আরও একবার গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায়।
১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ১৩ নম্বরে নেমে গেছে লেস্টার সিটি। শীর্ষে থাকা কভেন্ট্রি থেকে তারা ১৬ পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে দৃঢ় বার্তা দেন হামজা চৌধুরী। তিনি বলেন,
“আমাদের আরও শক্ত হতে হবে। একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা শুধু আমাদের নয়—সমর্থকদেরও প্রাপ্য, বিশেষ করে যারা দূর থেকে খেলা দেখতে এসেছেন।”
লেস্টার কোচ মার্টি সিফুয়েন্তেস বলেন,
“রাতটা খুব হতাশাজনক—ফলাফলও, পারফরম্যান্সও। প্রথম গোল আমাদের ভেঙে দিয়েছে। শনিবার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।”
আগামী শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে হামজার লেস্টার সিটি।



























