
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে জুলাই ২০২৪ সালের গণহত্যার মামলার বিচার কার্যক্রম শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব জানান, “জুলাই মাসের ঘটনার সঙ্গে জড়িতরা, যার মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বও রয়েছে, একদিন বাংলাদেশের আদালতের সামনে হাজির হবেন। তবে বিচার শুরু হবে কামালকে দিয়ে, এরপর অন্যান্য অভিযুক্তদেরও পর্যায়ক্রমে আনানো হবে।”
শফিকুল আলম বলেন, “কামালকে ঢাকার কসাই বলা হয়। তার কর্মকাণ্ড জনমনে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে নজর কেড়েছে। বিচার শুরু হলে তার অপরাধ এবং অন্যান্য অভিযুক্তদের ভূমিকা আরও স্পষ্টভাবে প্রকাশিত হবে।”
তিনি আরও যোগ করেন, “কামাল বা অন্যদের অর্থ ব্যয় করেও দোষ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না। জাতি হিসেবে যদি আমরা গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে দৃঢ় মনোনিবেশ রাখি, তবে দোষীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে।”
শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, ভারতের নজরদারি চলমান; তারা ইতিমধ্যেই হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পর্যবেক্ষণ করছে। তবে বিচার কার্যক্রম শুরু হবে কামালকে দিয়ে।
























