
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে, গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের মাত্র এক মাসের মধ্যেই তারা ফের একে অপরের সঙ্গে বিবাহিত জীবন শুরু করেছেন।
সাবিকুন নাহার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, তোমাকে ফিরে পেয়ে আমি যে খুশি অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, প্রতারণার ছায়া থাকলেও সত্যিকারের প্রণয় ও ঈমানের আলো আজ আমাদের পুনর্মিলনের পথ খুলে দিয়েছে।
তিনি আরও বলেন, তার সন্তানদের জন্য এবং পরিবারকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা তাদের জন্য প্রধান প্রয়োজন। সাবিকুন নাহার বিশ্বাস প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও তারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির পথে সমর্থন করবেন।
আবু ত্বহা মুহাম্মদ আদনানও এই বিবাহ পুনঃস্থাপনের প্রেক্ষাপটে বলেন, আমরা আমাদের সম্পর্ককে আল্লাহর হেদায়েত অনুযায়ী পুনঃস্থাপন করেছি। আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব যে, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল থাকব।
এভাবে সাবিকুন নাহার ও আবু ত্বহা মুহাম্মদ আদনানের পুনর্মিলন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং তাদের ভক্ত ও অনুসারীরা উভয়কেই অভিনন্দন জানাচ্ছেন।




























