
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বগুড়ার সোনাতলা উপজেলায় মাত্র ৫০ দিনের মধ্যে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছরের শিশু আব্দুর রহমান। অল্প বয়সে এমন কৃতিত্ব এলাকায় প্রশংসা ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।
আব্দুর রহমান সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (বালুরপাড়া) গ্রামের বাসিন্দা সাজু বেপারীর সন্তান। সে সোনাতলা পৌর এলাকার কানুপুরে অবস্থিত জামিয়া আশরাফিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার নিয়মিত শিক্ষার্থী।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান অত্যন্ত নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মিত তত্ত্বাবধানে মাত্র ৫০ দিনের মধ্যেই সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে। তার এই সাফল্য শিক্ষক ও এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
এ উপলক্ষে রোববার মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আব্দুর রহমানকে পাগড়ি পরিয়ে দেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যক্ষ নজবুল হকের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী।
অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং হাফেজ আব্দুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুস সবুর কাশেমীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট এটিএম জিল্লুর হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা শাহজালাল, হাফেজ ফজলে রাব্বী, ঢাকার পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা মুফতি নুরুল আলম, শামসুদ্দোহা, ইসমাইল হোসেন, আনোয়ার শেখ, আল রিয়াদ, আলহাজ মাওলানা রিয়াদ হাসানসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুর রহমানের বাবা সাজু বেপারী বলেন, আমার ছেলের এই অর্জন একমাত্র আল্লাহর অশেষ রহমত। আমরা কৃতজ্ঞ এবং চাই সে যেন ভবিষ্যতে দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারে।
অল্প বয়সে আব্দুর রহমানের এই সাফল্য ধর্মীয় শিক্ষায় মনোযোগ ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।




























